আইউব 20:25-29 কিতাবুল মোকাদ্দস (BACIB)

25. সে তীর টানলে তা তার অঙ্গ থেকে বের হয়,তার পিত্ত থেকে চক্‌মকে তীরের ফলা বের হয়,নানা রকম ত্রাস তাকে আক্রমণ করে।

26. তার ধন হিসেবে সমুদয় অন্ধকার সঞ্চিত হয়,বিনা প্ররোচনায় আগুন তাকে গ্রাস করবে।তার তাঁবুতে অবশিষ্ট সকলই ভস্ম করবে।

27. আসমান তার অপরাধ ব্যক্ত করবে,দুনিয়া তার প্রতিকূলে উঠবে।

28. তার বাড়ির সম্পত্তি উড়ে যাবে,তা আল্লাহ্‌র ক্রোধের দিনে গলে যাবে।

29. এটাই আল্লাহ্‌ থেকে দুষ্ট মানুষের লভ্য অংশ,এটাই আল্লাহ্‌ নিরূপিত তার অধিকার।

আইউব 20