11. তার অস্থি যৌবনের তেজে পরিপূর্ণ,কিন্তু তার সঙ্গে তাও ধুলায় শয়ন করবে।
12. যদিও নাফরমানী তার মুখে মিষ্ট লাগে,আর সে তা জিহ্বার নিচে লুকিয়ে রাখে,
13. যদিও ভালবেসে তা ত্যাগ না করে,কিন্তু মুখের মধ্যে রেখে দেয়;
14. তবুও তার খাদ্য উদরে গিয়ে বিকৃত হয়,তার দিল কালসাপের বিষস্বরূপ হয়।
15. সে ধন গ্রাস করেছে, আবার তা বমন করবে;আল্লাহ্ তার উদর থেকে তা বের করবেন।
16. সে সাপের বিষ চুষবে,বিষধরের জিহ্বা তাকে সংহার করবে।
17. সে নদীগুলোর প্রতি দৃষ্টিপাত করবে না,মধু ও দধিপ্রবাহী সমস্ত স্রোত দেখবে না।
18. সে তার পরিশ্রমের ফল ফিরিয়ে দেবে, গ্রাস করবে না,সে নিজের লব্ধ সম্পত্তি অনুসারে আমোদ করবে না।
19. কারণ সে দরিদ্রদেরকে উৎপীড়ন ও ত্যাগ করতো,সে যা নির্মাণ করে নি, এমন বাড়ি-ঘর কেড়ে নিত।
20. তার উদরে শান্তি হত না,সে তার অভীষ্ট বস্তুর কিছুই রক্ষা করতে পারবে না।
21. তার গ্রাসে কিছু অবশিষ্ট থাকতো না,অতএব তার সুদশা থাকবে না।
22. সে পূর্ণ প্রাচুর্যের সময়ে কষ্টে পড়বে,নির্যাতিত সকলের হাত তাকে আক্রমণ করবে।