9. তিনি আমার গৌরব-বসন খুলে নিয়েছেন,আমার মাথার মুকুট হরণ করেছেন।
10. তিনি চারদিক থেকে আমাকে ভেঙ্গে ফেলেছেন, আমি মারা গেলাম;আমার আশা তিনি গাছের মত শিকড়সুদ্ধ তুলে ফেলেছেন।
11. তিনি আমার বিরুদ্ধে ক্রোধ প্রজ্বলিত করেছেন,আমাকে এক জন বিপক্ষের মত গণনা করেছেন।
12. তাঁর সমস্ত সৈন্য একসঙ্গে আসছে;তারা আমার বিরুদ্ধে জোট বাঁধছে,আমার তাঁবুর চারদিকে শিবির স্থাপন করেছে।
13. তিনি আমার জ্ঞাতিদের আমা থেকে দূরে রেখেছেন,আমার পরিচিতেরা অপরিচিতের মত হয়েছে।