আইউব 19:1-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. পরে আইউব জবাবে বললেন,

2. তোমরা কতক্ষণ আমার প্রাণেকষ্ট দেবে?কথার আঘাতে আমাকে চূর্ণ করবে?

3. এই দশবার আমাকে তিরস্কার করেছ;আমার প্রতি নিষ্ঠুর ব্যবহারে তোমাদের লজ্জা নেই।

4. যা হোক, যদি আমি ভুল করে থাকি,তবে সেই ভুলের ফল আমারই।

5. তোমরা কি নিতান্তই আমার উপরে অহংকার করবে?আমার বিরুদ্ধে আমার গ্লানির দোহাই দেবে?

6. এখন জান, আল্লাহ্‌ আমার প্রতি অন্যায় করেছেন,তাঁর জালে আমাকে ঘিরেছেন।

7. এমন কি যখন আমার প্রতি অন্যায় হচ্ছে বলে কান্নাকাটি করি, উত্তর পাই না;আর্তনাদ করি, কিন্তু বিচার হচ্ছে না।

8. তিনি অলঙ্ঘনীয় প্রাচীর দ্বারা আমার পথ রুদ্ধ করেছেন,আমার সমস্ত পথ অন্ধকারে ঢেকে দিয়েছেন।

9. তিনি আমার গৌরব-বসন খুলে নিয়েছেন,আমার মাথার মুকুট হরণ করেছেন।

আইউব 19