4. তুমি তো ক্রোধে নিজেকে বিদীর্ণ করছো,তোমার জন্য কি দুনিয়া ত্যাগ করা যাবে?শৈলকে কি স্বস্থান থেকে সরিয়ে দিতে হবে?
5. দুষ্টের আলো তো নির্বাপিত হবে,তার আগুনের শিখা নিস্তেজ হবে।
6. তার তাঁবুতে আলো অন্ধকার হয়ে যাবে,তার উপরিস্থ প্রদীপ নিভে যাবে।
7. তার বলের গতি খর্ব করা যাবে,সে নিজের পরামর্শ দ্বারাই নিপাতিত হবে।
8. সে তো নিজের পদসঞ্চারে জালের মধ্যে চালিত হয়,সে ফাঁস-কলের উপর দিয়ে গমন করে।
9. তার পাদমূল ফাঁদে আট্কে যাবে,সে ফাঁদে ধরা পড়বে।
10. তার জন্য ফাঁস ভূমিতে লুকিয়ে আছে,তার জন্য পথে কল পাতা আছে।
11. চারদিকে নানা রকম ত্রাস তাকে ভয় দেখাবে,পদে পদে তাকে তাড়না করবে।