আইউব 18:14-18 কিতাবুল মোকাদ্দস (BACIB)

14. সে তার বিশ্বাস-স্থল তাঁবু থেকে উৎপাটিত,এবং ত্রাস-বাদশাহ্‌র কাছে নীত হবে।

15. তার সঙ্গে সম্পর্কহীনেরা তার তাঁবুতে বাস করবে,তার বাসস্থানে গন্ধক ছড়ান যাবে।

16. নিচে তার মূল শুকিয়ে যাবে,উপরে তার শাখা ম্লান হবে।

17. দুনিয়া থেকে তার স্মৃতি মুছে যাবে,এবং পথে তার নাম থাকবে না।

18. সে আলো থেকে অন্ধকারে দূরীকৃত হবে,সে সংসার থেকে বিতাড়িত হবে;

আইউব 18