26. সে ঘাড় শক্ত করে তাঁর বিরুদ্ধে ধাবিত হচ্ছে;তার মোটা ঢাল নিয়ে দৌড়াচ্ছে।
27. যেহেতু সে নিজের মেদে মুখ ঢাকত,সে তার কোমর হৃষ্টপুষ্ট করতো;
28. সে বাস করতো উৎসন্ন নগরে,সেসব বাড়িতে, যাতে কেউ বাস করতো না,যা প্রস্তররাশি হবার জন্য নির্ধারিত ছিল।
29. সে ধনী হবে না, তার সম্পত্তি থাকবে না;তাদের ফল ভূমিতে নুইয়ে পড়বে না।