আইউব 15:15-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. দেখ, তিনি তাঁর পবিত্রগণেও বিশ্বাস করেন না,তাঁর দৃষ্টিতে আকাশও নির্মল নয়।

16. তবে যে ঘৃণার্হ ও ভ্রষ্ট,যে জন পানির মত অধর্ম পান করে, সে কি!

17. আমি তোমাকে বলি, আমার কথা শুন,আমি যা দেখেছি তা প্রচার করবো।

18. জ্ঞানীরা তা প্রকাশ করেছেন,তাঁদের পিতৃলোক থেকে পেয়ে গুপ্ত রাখেন নি,

19. কেবল তাঁদেরকেই দেশ দেওয়া হয়েছিল,তাঁদের মধ্যে অপর লোক ভ্রমণ করতো না।

আইউব 15