15. পরে তুমি আহ্বান করবে ও আমি উত্তর দেব।তুমি তোমার হস্তকৃতের প্রতি মমতা করবে।
16. কিন্তু এখন তুমি আমার প্রতিটি পদক্ষেপ গণনা করছো;কিন্তু আমার গুনাহ্র প্রতি কি লক্ষ্য রাখ না?
17. আমার অধর্ম থলিতে বন্ধ ও সীলমোহরকৃত,তুমি আমার অপরাধ বেঁধে রাখছ।
18. সত্যিই পর্বতের ক্ষয় হয়ে বিলুপ্ত হয়,শৈলও তার স্থান থেকে সরে যায়,
19. পানি পাষাণকেও ক্ষয় করে,তার বন্যা ভূমির ধূলি ভাসিয়ে নিয়ে যায়;তদ্রূপ তুমি মানুষের আশা ক্ষয় করছো।
20. তুমি তাকে পরাজিত করছো,তাতে সে চিরতরে চলে যায়,তুমি তার চেহারা বদলে দিয়ে তাকে দূর করছো।