আইউব 13:5-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. আহা! তোমরা একেবারে নীরব হয়ে থাকতে,তবে সেটাই হত তোমাদের প্রজ্ঞা।

6. আরজ করি, আমার যুক্তি শোন,আমার মুখনিঃসৃত তর্কে মন দাও।

7. তোমরা কি আল্লাহ্‌র পক্ষে অন্যায়পূর্ণ কথা বলবে?তাঁর পক্ষে কি প্রতারণাপূর্ণ কথা বলবে?

8. তোমরা কি তাঁর মুখাপেক্ষা করবে?আল্লাহ্‌র পক্ষে কি ঝগড়া করবে?

9. তিনি তোমাদের পরীক্ষা করলে কি মঙ্গল হবে?মানুষ যেমন মানুষকে ভুলায়,তেমনি তোমরা কি তাঁকে ভুলাবে?

10. তিনি তোমাদেরকে অবশ্য অনুযোগ করবেন,যদি তোমরা গোপনে মুখাপেক্ষা কর।

11. তাঁর মহত্ব কি তোমাদেরকে ত্রাসযুক্ত করবে না?তাঁর ভয়ংকরতায় কি তোমরা ভয় পাও না?

আইউব 13