2. তোমরা যা জান, আমিও জানি,আমি তোমাদের থেকে নিকৃষ্ট নই।
3. কিন্তু আমি সর্বশক্তিমানের সঙ্গে কথা বলতে চাই,আল্লাহ্র সঙ্গে আমার মামলা নিয়ে তর্ক করতে চাই।
4. কিন্তু তোমরা তো কেবলই মিথ্যা কথা রচনা কর,তোমরা সকলে অকর্মণ্য চিকিৎসক।
5. আহা! তোমরা একেবারে নীরব হয়ে থাকতে,তবে সেটাই হত তোমাদের প্রজ্ঞা।
6. আরজ করি, আমার যুক্তি শোন,আমার মুখনিঃসৃত তর্কে মন দাও।
7. তোমরা কি আল্লাহ্র পক্ষে অন্যায়পূর্ণ কথা বলবে?তাঁর পক্ষে কি প্রতারণাপূর্ণ কথা বলবে?