আইউব 13:16-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

16. এও আমার উদ্ধারে পরিণত হবে;কেননা আল্লাহ্‌বিহীন লোক তাঁর সম্মুখে আসে না।

17. মনোযোগ দিয়ে আমার কথা শোন,আমার নিবেদন তোমাদের কর্ণগোচর হোক।

18. দেখ, আমি আমার যুক্তি বিন্যাস করলাম;আমি জানি যে, আমি নির্দোষ হবো।

19. বিচারে কে আমার প্রতিবাদ করবে?করলে আমি নীরব হয়ে প্রাণত্যাগ করবো।

20. তুমি কেবল দু’টি কাজ আমার প্রতি করো না,তাতে আমি তোমার সম্মুখ থেকে লুকাব না;

আইউব 13