8. তখন দুনিয়া কেঁপে উঠল আর টলতে লাগল,কেঁপে উঠল আসমানের ভিত্তি;তাঁর রাগে সেগুলো কাঁপতে থাকল।
9. তাঁর নাক থেকে ধোঁয়া উপরে উঠল,তাঁর মুখ থেকে ধ্বংসকারী আগুন বেরিয়ে আসল,তাঁর মুখের আগুনে কয়লা জ্বলে উঠল।
10. তিনি আকাশ নুইয়ে নেমে আসলেন;তাঁর পায়ের নীচে ছিল ঘন কালো মেঘ।