২ শামুয়েল 22:4-9 Kitabul Mukkadas (MBCL)

4. মাবুদ প্রশংসার যোগ্য, আমি তাঁকে ডাকি;তাতে আমার শত্রুদের হাত থেকে আমি রক্ষা পাই।

5. মৃত্যুর ঢেউ আমাকে ঘিরে ধরেছিল,ধ্বংসের স্রোতে আমি তলিয়ে গিয়েছিলাম।

6. কবরের দড়িতে আমি বাঁধা পড়েছিলাম,আমার জন্য পাতা হয়েছিল মৃত্যুর ফাঁদ।

7. আমি এই বিপদে আমার মাবুদ আল্লাহ্‌কে ডাকলামএবং সাহায্যের জন্য তাঁর কাছে ফরিয়াদ জানালাম।তাঁর বাসস্থান থেকে তিনি আমার গলার আওয়াজ শুনলেন;আমার ফরিয়াদ তাঁর কানে পৌঁছাল।

8. তখন দুনিয়া কেঁপে উঠল আর টলতে লাগল,কেঁপে উঠল আসমানের ভিত্তি;তাঁর রাগে সেগুলো কাঁপতে থাকল।

9. তাঁর নাক থেকে ধোঁয়া উপরে উঠল,তাঁর মুখ থেকে ধ্বংসকারী আগুন বেরিয়ে আসল,তাঁর মুখের আগুনে কয়লা জ্বলে উঠল।

২ শামুয়েল 22