২ শামুয়েল 22:30-37 Kitabul Mukkadas (MBCL)

30. তোমার সাহায্যেই আমি সৈন্যদলের উপর ঝাঁপিয়ে পড়তে পারি,আর আমার আল্লাহ্‌র সাহায্যেলাফ দিয়ে দেয়াল পার হতে পারি।

31. আল্লাহ্‌র পথে কোন খুঁত নেই;মাবুদের কালাম খাঁটি বলে প্রমাণিত হয়েছে।তিনিই তাঁর মধ্যে আশ্রয় গ্রহণকারী সকলের ঢাল।

32. একমাত্র আল্লাহ্‌ ছাড়া মাবুদ আর কে?আমাদের আল্লাহ্‌ ছাড়া আর কি কোন আশ্রয়-পাহাড় আছে?

33. আল্লাহ্‌ আমার শক্ত আশ্রয়;তিনি আমার চলার পথ নিখুঁত করেছেন।

34. তিনি আমাকে হরিণীর মত করে লাফিয়ে চলার শক্তি দিয়েছেন;সব উঁচু জায়গায় তিনিই আমাকে দাঁড় করিয়েছেন।

35. তাঁর কাছ থেকেই আমার হাত যুদ্ধ করতে শিখেছে,তাই আমার হাত ব্রোঞ্জের ধনুক বাঁকাতে পারে।

36. হে মাবুদ, তোমার রক্ষাকারী ঢাল তুমি আমাকে দিয়েছ;তোমার যত্ন দিয়ে তুমি আমাকে মহান করেছ।

37. তুমি আমার চলার পথ চওড়া করেছ,তাই আমার পায়ে উচোট লাগে নি।

২ শামুয়েল 22