19. বিপদের দিনে তারা আমার উপর ঝাঁপিয়ে পড়ল,কিন্তু মাবুদই আমাকে ধরে রাখলেন।
20. তিনি আমাকে একটা খোলা জায়গায় বের করে আনলেন;আমার উপর সন্তুষ্ট ছিলেন বলেইতিনি আমাকে উদ্ধার করলেন।
21. আমার ন্যায় কাজ অনুসারেই মাবুদ আমাকে দান করলেন,আমার কাজের পবিত্রতা অনুসারে পুরস্কার দিলেন;
22. কারণ মাবুদের পথেই আমি চলাফেরা করেছি;খারাপ কাজ করে আমার আল্লাহ্র কাছ থেকে সরে যাই নি।