২ শামুয়েল 22:11-16 Kitabul Mukkadas (MBCL)

11. তিনি কারুবীতে চড়ে উড়ে আসলেন,দেখা দিলেন বাতাসের ডানায় ভর করে।

12. তিনি অন্ধকার দিয়ে নিজেকে ঘিরে ফেললেন;তাঁর চারপাশে রইল আকাশের ঘন কালো বৃষ্টির মেঘ।

13. তাঁর আলোময় উপস্থিতির সামনেবিদ্যুৎ চম্‌কে চম্‌কে উঠতে লাগল।

14. মাবুদ আসমান থেকে গর্জন করলেন;আল্লাহ্‌তা’লার আওয়াজ শোনা গেল।

15. তিনি তীর ছুঁড়ে শত্রুদের ছড়িয়ে ফেললেনআর বিদ্যুৎ চম্‌কিয়ে তাদের বিশৃঙ্খল করলেন।

16. মাবুদের ধমকে আর নিঃশ্বাসের ঝাপ্‌টায়সাগরের তলা দেখা গেল,দুনিয়ার ভিতরটা বেরিয়ে পড়ল।

২ শামুয়েল 22