13. আল-ইয়াসা তাঁর চাকরকে বললেন, “ওঁকে বল যে, তিনি আমাদের জন্য এত কষ্ট করেছেন, এখন আমরা তাঁর জন্য কি করতে পারি? আমরা কি তাঁর জন্য বাদশাহ্ বা সেনাপতির কাছে কোন অনুরোধ করব?”জবাবে স্ত্রীলোকটি বললেন, “আমি তো আমার নিজের লোকদের মধ্যে ভালই আছি।”
14. আল-ইয়াসা বললেন, “তবে তাঁর জন্য কি করা যাবে?”গেহসি বলল, “তাঁর কোন ছেলে নেই আর তাঁর স্বামীও বুড়ো হয়ে গেছেন।”
15. পরে আল-ইয়াসা বললেন, “তাঁকে ডাক।” সে তাঁকে ডাকলে পর তিনি এসে দরজার কাছে দাঁড়ালেন।
16. আল-ইয়াসা বললেন, “আগামী বছরের এই সময়ে আপনার কোলে একটা ছেলে থাকবে।”স্ত্রীলোকটি বললেন, “না, হে হুজুর, হে আল্লাহ্র বান্দা, আপনার বাঁদীকে মিথ্যা আশা দেবেন না।”