1. পিতা আল্লাহ আর হযরত ঈসা মসীহের সংগে যুক্ত থিষলনীকীয় জামাতের কাছে সীলবান, তীমথিয় আর আমি পৌল এই চিঠি লিখছি।
2. পিতা আল্লাহ আর হযরত ঈসা মসীহ্ তোমাদের রহমত ও শান্তি দান করুন।
3. ভাইয়েরা, তোমাদের জন্য সব সময়ই আল্লাহ্কে আমাদের শুকরিয়া জানানো উচিত। তোমাদের বিশ্বাস খুব বাড়ছে এবং তোমাদের একের প্রতি অন্যের মহব্বত উপ্চে পড়ছে বলেই আমাদের পক্ষে সেই শুকরিয়া জানানো উপযুক্ত।