1. জেরুজালেমে পৌঁছে রহবিয়াম এহুদা ও বিন্যামীন-গোষ্ঠীর সমস্ত লোককে যুদ্ধের জন্য জমায়েত করলেন। তাতে এক লক্ষ আশি হাজার সৈন্য হল। এটা করা হল যাতে বনি-ইসরাইলদের সংগে যুদ্ধ করে রাজ্যটা আবার রহবিয়ামের হাতে নিয়ে আসা যায়।
2. কিন্তু আল্লাহ্র বান্দা শময়িয়ের উপর মাবুদের এই কালাম নাজেল হল,
3. “তুমি এহুদার বাদশাহ্ সোলায়মানের ছেলে রহবিয়ামকে এবং এহুদা ও বিন্ইয়ামীন এলাকার সমস্ত বনি-ইসরাইলদের বল যে,