১ বাদশাহ্‌নামা 5:3 Kitabul Mukkadas (MBCL)

“আমার পিতা দাউদের বিরুদ্ধে চারদিক থেকে যুদ্ধ হয়েছিল, তাই যতদিন মাবুদ তাঁর শত্রুদের তাঁর পায়ের তলায় না আনলেন ততদিন তিনি তাঁর মাবুদ আল্লাহ্‌র উদ্দেশে কোন এবাদত-খানা তৈরী করতে পারেন নি। আপনি তো এই সব কথা জানেন।

১ বাদশাহ্‌নামা 5

১ বাদশাহ্‌নামা 5:1-8