১ খান্দাননামা 6:46-50 Kitabul Mukkadas (MBCL)

46. হিল্কিয় অম্‌সির ছেলে, অম্‌সি বানির ছেলে, বানি সামেরের ছেলে,

47. সামের মহলির ছেলে, মহলি মূশির ছেলে, মূশি মরারির ছেলে এবং মরারি লেবির ছেলে।

48. তাদের আত্মীয় অন্যান্য লেবীয়রা আবাস-তাম্বুর, অর্থাৎ আল্লাহ্‌র ঘরের অন্যান্য সমস্ত কাজে নিযুক্ত হয়েছিল।

49. কিন্তু হারুন ও তাঁর বংশের লোকেরা আল্লাহ্‌র গোলাম মূসার সমস্ত হুকুম অনুসারে পোড়ানো-কোরবানীর কোরবানগাহ্‌ ও ধূপগাহের উপরে কোরবানী দিতেন এবং মহাপবিত্র স্থানে যা কিছু করবার দরকার তা করতেন আর ইসরাইল জাতির গুনাহ্‌ ঢাকা দেবার ব্যবস্থা করতেন।

50. হারুনের একজন ছেলের নাম ছিল ইলিয়াসর, ইলিয়াসরের ছেলে পীনহস, পীনহসের ছেলে অবীশূয়,

১ খান্দাননামা 6