১ খান্দাননামা 6:14-18 Kitabul Mukkadas (MBCL)

14. অসরিয়ের ছেলে সরায় এবং সরায়ের ছেলে যিহোষাদক।

15. মাবুদ যে সময় বখতে-নাসারকে দিয়ে এহুদা ও জেরুজালেমের লোকদের বন্দীদশায় পাঠিয়েছিলেন সেই সময় যিহোষাদককেও সেখানে পাঠিয়েছিলেন।

16. লেবির ছেলেরা হল গের্শোন, কহাৎ ও মরারি।

17. গের্শোনের ছেলেদের নাম হল লিব্‌নি আর শিমিয়ি।

18. কহাতের ছেলেরা হল ইমরান, যিষ্‌হর, হেবরন ও উষীয়েল।

১ খান্দাননামা 6