5. তকোয় গ্রামটা যে গড়ে তুলেছিল সেই অস্হূরের দু’জন স্ত্রীর নাম ছিল হিলা ও নারা।
6. নারার গর্ভে অহুষম, হেফর, তৈমিনি ও অহষ্টরির জন্ম হয়েছিল। এরা ছিল নারার ছেলে।
7. হিলার ছেলেরা হল সেরৎ, যিৎসোহর ও ইৎনন।
8. কোষের ছেলেরা হল আনূব ও সোবেবা। কোষ ছিল হারুমের ছেলে অহর্হলের বংশের পূর্বপুরুষ।