তখন দাউদ আল্লাহ্কে বললেন, “আমি এই কাজ করে ভীষণ গুনাহ্ করেছি। এখন আমি তোমার কাছে মিনতি করি, তুমি তোমার গোলামের এই অন্যায় মাফ কর। আমি খুবই বোকামির কাজ করেছি।”