6. সেরহের ছেলেরা হল শিম্রি, এথন, হেমন, কল্কোল ও দারা। এরা ছিল মোট পাঁচজন।
7. শিম্রির নাতি, অর্থাৎ কর্মির ছেলে ছিল আখন, যার আর এক নাম ছিল আখর, সে ধ্বংসের জন্য ঠিক করে রাখা জিনিস নিয়ে ইসরাইলের উপর বিপদ ডেকে এনেছিল।
8. এথনের একজন ছেলের নাম ছিল অসরিয়।
9. হিষ্রোণের ছেলেরা হল যিরহমেল, রাম ও কালুবায়।