১ খান্দাননামা 16:6-9 Kitabul Mukkadas (MBCL)

6. ইমাম বনায় আর যহসীয়েল আল্লাহ্‌র সেই সাক্ষ্য-সিন্দুকের সামনে নিয়মিত ভাবে শিংগা বাজাতেন।

7. সেই দিন দাউদ প্রথমে মাবুদের উদ্দেশে শুকরিয়ার এই কাওয়ালী গাইবার ভার আসফ ও তাঁর লোকদের উপর দিলেন:

8. মাবুদকে শুকরিয়া জানাও, তাঁর গুণের কথা ঘোষণা কর;তাঁর কাজের কথা অন্যান্য জাতিদের জানাও।

9. তাঁর উদ্দেশে কাওয়ালী গাও, তাঁর প্রশংসা-গজল কর;তাঁর সব অলৌকিক কাজের কথা বল।

১ খান্দাননামা 16