29. তোমরা স্বীকার কর সমস্ত প্রশংসা মাবুদের;কোরবানীর জিনিস নিয়ে তাঁর সামনে এস।মাবুদের মহিমাপূর্ণ পবিত্রতার কথা ভেবেতাঁর এবাদত কর।
30. দুনিয়ার সমস্ত লোক, তোমরা তাঁর সামনে কেঁপে ওঠো।দুনিয়া অটলভাবে স্থাপিত হল, তা কখনও নড়বে না।
31. আসমান আনন্দ করুক, দুনিয়া খুশী হোক;বিভিন্ন জাতির মধ্যে তারা ঘোষণা করুক, “মাবুদই রাজত্ব করেন।”
32. সাগর ও তার মধ্যেকার সব কিছু গর্জন করুক;মাঠ ও তার মধ্যেকার সব কিছু আনন্দিত হোক।
33. তাহলে বনের গাছপালাও মাবুদের সামনে আনন্দে গজল গাইবে,কারণ তিনি দুনিয়ার বিচার করতে আসছেন।