১ খান্দাননামা 16:1-2 Kitabul Mukkadas (MBCL)

1. আল্লাহ্‌র সিন্দুকের জন্য দাউদ যে তাম্বু খাটিয়েছিলেন লোকেরা সিন্দুকটি এনে তার ভিতরে রাখল। এর পর আল্লাহ্‌র সামনে পোড়ানো-কোরবানী ও যোগাযোগ-কোরবানী দেওয়া হল।

2. সেই সব কোরবানী দেওয়া শেষ হয়ে গেলে পর দাউদ মাবুদের নামে লোকদের দোয়া করলেন।

12-13. হে তাঁর গোলাম ইসরাইলের বংশধরেরা,তাঁর বেছে নেওয়া ইয়াকুবের সন্তানেরা,তোমরা তাঁর মহান কাজগুলোর কথা মনে রেখো;তাঁর কুদরতির কথাআর বিচারে যে শাস্তির কথা তিনি বলেছেন তা মনে রেখো।

১ খান্দাননামা 16