১ খান্দাননামা 12:4-14 Kitabul Mukkadas (MBCL)

4. গিবিয়োনীয় যিশ্ময়িয়- ইনি সেই “ত্রিশ” নামে বীরদের দলের মধ্যে একজন নেতা; ইয়ারমিয়া, যহসীয়েল, যোহানন, গদেরাথীয় যোষাবদ;

5. ইলিয়ূষয়, যিরীমোৎ, বালিয়, শমরিয়, হরূফীয় শফটিয়;

6. কারুনীয়দের মধ্যে ইল্‌কানা, যিশিয়, অসরেল, যোয়েষর, যাশবিয়াম;

7. গদোরীয় যিরোহমের ছেলে যোয়েলা ও সবদিয়।

8. গাদীয়দের কিছু লোক নিজেদের দল ছেড়ে মরুভূমির কেল্লার মত জায়গায় দাউদের কাছে এসেছিলেন। তাঁরা ছিলেন যুদ্ধের শিক্ষা-পাওয়া শক্তিশালী যোদ্ধা। তাঁরা ঢাল ও বর্শার ব্যবহার জানতেন। তাঁদের মুখ সিংহের মত ভয়ংকর ছিল এবং পাহাড়ী হরিণের মত তাঁরা জোরে দৌড়াতে পারতেন।

9. পদ অনুসারে তাঁরা ছিলেন্ত প্রথম এষর, দ্বিতীয় ওবদিয়, তৃতীয় ইলীয়াব,

10. চতুর্থ মিশ্মন্না, পঞ্চম ইয়ারমিয়া,

14. এই গাদীয়রা ছিলেন সৈন্যদলের সেনাপতি। তাঁদের মধ্যে যিনি সবচেয়ে ছোট তিনি ছিলেন একাই একশো জনের সমান এবং যিনি সবচেয়ে বড় তিনি ছিলেন একাই হাজার জনের সমান।

১ খান্দাননামা 12