১ খান্দাননামা 11:25-36 Kitabul Mukkadas (MBCL)

25. সেই তিনজনের মধ্যে তাঁকে ধরা না হলেও তিনি “ত্রিশ” নামে দলটার লোকদের চেয়ে বেশী সম্মান পেয়েছিলেন। দাউদ তাঁর দেহরক্ষীদের ভার বনায়ের উপরেই দিয়েছিলেন।

26. সেই শক্তিশালী লোকেরা হলেন্ত যোয়াবের ভাই অসাহেল, বেথেলহেমের দোদোর ছেলে ইল্‌হানন,

27. হরোরীয় শম্মোৎ, পলোনীয় হেলস,

28. তকোয়ের ইক্কেশের ছেলে ঈরা, অনাথোতের অবীয়েষর,

29. হূশাতীয় সিব্বখয়, অহোহীয় ঈলয়,

30. নটোফাতীয় মহরয়, নটোফাতীয় বানার ছেলে হেলদ,

31. বিন্যামীন-গোষ্ঠীর গিবিয়ার রীবয়ের ছেলে ইথয়, পিরিয়াথোনীয় বনায়,

32. গাশের উপত্যকা থেকে হূরয়, অর্বতীয় অবীয়েল,

33. বাহরূমীয় অস্‌মাবৎ, শাল্‌বোনীয় ইলীয়হবঃ,

34. গিষোণীয় হাষেমের ছেলেরা, হরারীয় শাগির ছেলে যোনাথন,

35. হরারীয় সাখরের ছেলে অহীয়াম, ঊরের ছেলে ইলীফাল,

36. মখেরাতীয় হেফর, পলোনীয় অহিয়,

১ খান্দাননামা 11