১ খান্দাননামা 11:24-28 Kitabul Mukkadas (MBCL)

24. যিহোয়াদার ছেলে বনায়ের কাজই ছিল এই রকম। তিনিও সেই তিনজন বীরের মত নাম-করা হয়ে উঠেছিলেন।

25. সেই তিনজনের মধ্যে তাঁকে ধরা না হলেও তিনি “ত্রিশ” নামে দলটার লোকদের চেয়ে বেশী সম্মান পেয়েছিলেন। দাউদ তাঁর দেহরক্ষীদের ভার বনায়ের উপরেই দিয়েছিলেন।

26. সেই শক্তিশালী লোকেরা হলেন্ত যোয়াবের ভাই অসাহেল, বেথেলহেমের দোদোর ছেলে ইল্‌হানন,

27. হরোরীয় শম্মোৎ, পলোনীয় হেলস,

28. তকোয়ের ইক্কেশের ছেলে ঈরা, অনাথোতের অবীয়েষর,

১ খান্দাননামা 11