12. তখন সেখানকার বীর সৈন্যেরা গিয়ে তালুত ও তাঁর ছেলেদের লাশগুলো যাবেশে নিয়ে আসল। যাবেশের এলোন গাছটার তলায় তারা তাঁদের হাড়গুলো দাফন করল এবং সাত দিন রোজা রাখল।
13-14. মাবুদের প্রতি বেঈমানী করেছিলেন বলে তালুত মারা গেলেন। তিনি মাবুদের কথা মেনে চলেন নি; এমন কি, মাবুদের কাছ থেকে পরামর্শ না চেয়ে তিনি ভূতদের সংগে সম্বন্ধ রাখা লোকের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন। সেইজন্যই মাবুদ তাঁর মৃত্যু ঘটালেন এবং রাজ্যটা ইয়াসির ছেলে দাউদের হাতে তুলে দিলেন।