16. তাই আমি বললাম, “শক্তির চেয়ে জ্ঞান ভাল,” কিন্তু গরীব লোকের জ্ঞানকে তুচ্ছ করা হয় এবং তার কথা কেউ শোনে না।
17. বোকাদের শাসনকর্তার চিৎকারের চেয়েবরং জ্ঞানীদের শান্তিপূর্ণ কথা শোনা ভাল।
18. যুদ্ধের অস্ত্রশস্ত্রের চেয়ে জ্ঞান ভাল,কিন্তু একজন গুনাহ্গার অনেক ভাল কাজ নষ্ট করে।