10. তোমার হাতে যে কোন কাজ আসুক না কেন তা তোমার সমস্ত শক্তি দিয়েই কোরো, কারণ তুমি যে জায়গায় যাচ্ছ সেই কবরে কোন কাজ বা পরিকল্পনা বা বুদ্ধি কিংবা জ্ঞান বলে কিছু নেই।
11. সূর্যের নীচে আমি আরও কিছু দেখেছি, তা হল:যারা তাড়াতাড়ি দৌড়ায় তারাই যে সব সময় জয়ী হয়, তা নয়;শক্তিশালীরা যে সব সময় যুদ্ধে জয়ী হয়, তা নয়;জ্ঞানীরা যে সব সময় পেট ভরে খাবার পায়, তা নয়;বুদ্ধিমানেরা যে সব সময় ধনী হয়, তা নয়;দক্ষ লোকেরা যে সব সময় সুযোগ পায়, তা নয়;কারণ তারা সকলেই সময় ও সুযোগের হাতে বাঁধা।
12. কেউ জানে না তার মৃত্যুর সময় কখন আসবে। যেমন করে মাছ নিষ্ঠুর জালে ধরা পড়ে আর পাখীরা ফাঁদে পড়ে তেমনি করে বিপদ হঠাৎ মানুষের উপর এসে পড়ে এবং তাকে ফাঁদে ফেলে।