10. “এখনকার চেয়ে আগেকার কাল কেন ভাল ছিল?”এই কথা জিজ্ঞাসা কোরো না,কারণ এই প্রশ্ন করা বুদ্ধিমানের কাজ নয়।
11. জ্ঞান সম্পত্তি পাওয়ার মত ভাল জিনিস;তা জীবিত লোকদের উপকার করে।
12. টাকা-পয়সার মতই জ্ঞান নিরাপত্তা দান করে,তবে জ্ঞানের সুবিধা হল এই যে,জ্ঞানীর জ্ঞানই তার জীবন রক্ষা করে।
13. আল্লাহ্র কাজ ভেবে দেখ।তিনি যা বাঁকা করেছেন কে তা সোজা করতে পারে?