হেদায়েতকারী 4:13-16 Kitabul Mukkadas (MBCL)

13. একজন বুড়ো বোকা বাদশাহ্‌, যিনি আর পরামর্শ গ্রহণ করতে চান না তাঁর চেয়ে বরং একজন গরীব অথচ বুদ্ধিমান যুবক ভাল।

14. সেই যুবক যদিও সেই রাজ্যের একটা গরীব পরিবারে জন্মেছিল তবুও সে জেলখানা থেকে বের হয়ে পরে বাদশাহ্‌ হয়েছিল।

15. আমি দেখলাম, যারা বেঁচে ছিল, অর্থাৎ সূর্যের নীচে চলাফেরা করছিল তারা সেই বুড়ো বাদশাহ্‌র পরে যে যুবক বাদশাহ্‌ হয়েছিল তার পিছনেই চলল।

16. আগে এই যুবক বাদশাহ্‌র অসংখ্য লোক ছিল যাদের উপর সে রাজত্ব করছিল, কিন্তু তার পরের লোকেরা তাঁর উপর সন্তুষ্ট ছিল না। এটাও অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়।

হেদায়েতকারী 4