হিজরত 15:8-11 Kitabul Mukkadas (MBCL)

8. তোমার নিঃশ্বাসের ঝাপটায়পানি জড়ো হয়ে উঠল।ঢেউ ভরা সব পানিঢিবির মত হয়ে দাঁড়িয়ে গেল,আর অথৈ পানি জমাট বাঁধল সাগরের বুকে।

9. “শত্রু বলল, ‘আমি ওদের তাড়া করব, ধরে ফেলবআর ওদের জিনিস ভাগ করে নেব;আমি নিজেকে পূর্ণ করে নেব ঐ সব জিনিস দিয়ে।আমি তলোয়ার হাতে ওদের তাড়া করব।’

10. কিন্তু তুমি ফুঁ দিয়ে বাতাস বহালে,আর সাগরও তাদের ঢেকে ফেলল।তারা গভীর পানির তলায় সীসার মত করে ডুবে গেল।

11. “হে মাবুদ,দেবতাদের মধ্যে কে আছে তোমার মত?কে আছে তোমার মত এমন পবিত্রতায় মহানআর মহিমায় ভয়ংকর?এমন কুদরতি কাজের শক্তি কার আছে?

হিজরত 15