হিজরত 15:19-22 Kitabul Mukkadas (MBCL)

19. ফেরাউনের সমস্ত ঘোড়া, রথ আর ঘোড়সওয়ার যখন সমুদ্রের মধ্যে ঢুকল তখন মাবুদ সমুদ্রের পানি তাদের উপর ফিরিয়ে আনলেন। কিন্তু বনি-ইসরাইলরা সমুদ্রের মাঝখানে শুকনা জমির উপর দিয়ে হেঁটে চলে গিয়েছিল।

20. হারুনের বোন মরিয়ম ছিলেন একজন মহিলা-নবী। তিনি খঞ্জনি হাতে নিলেন, আর তাঁর পিছনে পিছনে অন্যান্য স্ত্রীলোকেরাও খঞ্জনি হাতে নাচতে নাচতে বের হয়ে আসল।

21. মূসার কাওয়ালীর জবাবে মরিয়ম এই কাওয়ালী গাইলেন:“তোমরা মাবুদের উদ্দেশে কাওয়ালী গাও,কারণ লোকের চোখে তাঁর মহিমা বেড়ে গেল।ঘোড়া আর ঘোড়সওয়ারের দলগুলোকেতিনিই ফেলে দিলেন সাগরের পানিতে।”

22. পরে মূসা লোহিত সাগর থেকে বনি-ইসরাইলদের নিয়ে চললেন। তারা প্রথমে শূর নামে এক মরুভূমিতে গেল। সেই মরুভূমিতে তিন দিন পর্যন্ত ঘুরে ঘুরে তারা কোথাও পানি পেল না।

হিজরত 15