সোলায়মানের শীর 8:9-14 Kitabul Mukkadas (MBCL)

9. সে যদি দেয়াল হততবে আমরা তার উপরে রূপা দিয়েউঁচু পাহারা-ঘর তৈরী করতাম।যদি সে দরজা হততবে এরস কাঠের পাল্লা দিয়েআমরা তাকে বন্ধ করে রাখতাম।

10. আমি তো একটা দেয়াল,আর আমার বুক দু’টা উঁচু পাহারা-ঘরের মত।আমি তাঁর চোখে তেমনই হলামযা তৃপ্তি আনতে পারে।

11. বাল-হামোনে সোলায়মানের একটা আংগুর ক্ষেত আছে;তিনি সেটা দেখাশোনাকারীদের হাতে দিয়েছেন।তার ফলের দাম হিসাবেপ্রত্যেককে বারো কেজি রূপা দিতে হয়।

12. আমার নিজের আংগুর ক্ষেত আছে, যা কেবল আমিই দিতে পারি।হে সোলায়মান, সেই বারো কেজি রূপা তোমারই থাকুক,কিন্তু আড়াই কেজি থাকুক তাদের জন্যযারা ফলের দেখাশোনা করেছে।

13. তুমি তো বাগানে বাগানে থাক;তোমার বন্ধুরা তোমার গলার আওয়াজ শোনে,আমাকেও তা শুনতে দাও।

14. প্রিয় আমার, চলে এস;খোশবু মসলা-ভরা পাহাড়ের উপরেতুমি হও কৃষ্ণসারের মতকিংবা হরিণের বাচ্চার মত।

সোলায়মানের শীর 8