38. ধূপে ভরা একশো গ্রাম ওজনের একটা সোনার ছোট বাসন;
39. পোড়ানো-কোরবানীর জন্য একটা ষাঁড়, একটা ভেড়া, একটা এক বছরের বাচ্চা-ভেড়া;
40. গুনাহের কোরবানীর জন্য একটা ছাগল;
41. যোগাযোগ-কোরবানীর জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা ছাগল ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েলের উপহার।