শুমারী 24:1-9 Kitabul Mukkadas (MBCL)

1. বালাম যখন দেখলেন যে, বনি-ইসরাইলদের দোয়া করাই মাবুদের ইচ্ছা তখন তিনি অন্যান্য বারের মত জাদুমন্ত্রের সাহায্য নেবার চেষ্টা করলেন না। তিনি মরুভূমির দিকে তাঁর মুখ ফিরালেন।

2. তিনি চেয়ে দেখলেন, বনি-ইসরাইলদের বিভিন্ন গোষ্ঠীর তাম্বু পর পর খাটানো রয়েছে। তখন আল্লাহ্‌র রূহ্‌ তাঁর উপর আসলেন,

3. আর তিনি আল্লাহ্‌র দেওয়া এই কালাম বলতে লাগলেন:“বাউরের ছেলে বালাম এই কথা বলছে,যার চোখ খোলা রয়েছে সে এই কথা বলছে,

4. যে লোক আল্লাহ্‌র কালাম শুনছেআর সর্বশক্তিমানের দেওয়া দর্শন দেখছে,যে সেজদায় পড়েছেআর যার চোখের ঠুলি খুলে গেছে,

5. সে এই কথা বলছে:হে ইয়াকুব, তোমার তাম্বুগুলো কি সুন্দর!হে ইসরাইল, কি সুন্দর তোমার থাকবার জায়গা!

6. সেগুলো পড়ে আছে উপত্যকার মত,পড়ে আছে নদীর ধারের বাগানের মত,মাবুদের লাগানো অগুরু গাছের মত,পানির ধারের এরস গাছের মত।

7. ভারে বওয়া কলসী থেকে পানি উপ্‌চে পড়বে,তাদের বীজ অনেক পানি পেতে থাকবে।তাদের বাদশাহ্‌ হবে অগাগের চেয়েও মহান,তাদের রাজ্য মহিমায় অনেক উঁচুতে থাকবে।

8. আল্লাহ্‌ মিসর থেকে তাদের বের করে এনেছেন,তিনিই তাদের পক্ষে বুনো ষাঁড়ের শক্তির মত।তাদের বিরুদ্ধে যে সব জাতি দাঁড়াবেতারা তাদের গিলে ফেলবে,তাদের হাড় টুকরা টুকরা করবে,তীর দিয়ে তাদের বিঁধে ফেলবে।

9. সিংহ ও সিংহীর মত তারা গুঁড়ি মারবে আর শুয়ে পড়বে,তখন কে তাদের জাগাতে সাহস করবে?যারা তোমাদের দোয়া করেতাদের উপর তেমনি দোয়া পড়ুক;আর যারা বদদোয়া দেয়,তাদের উপর তেমনি বদদোয়া পড়ুক।”

শুমারী 24