শুমারী 23:17-21 Kitabul Mukkadas (MBCL)

17. কাজেই বালাম বালাকের কাছে গেলেন। তিনি দেখলেন বালাক মোয়াবের নেতাদের নিয়ে তাঁর কোরবানী দেওয়া পশুর কাছে দাঁড়িয়ে আছেন। বালাক তাঁকে জিজ্ঞাসা করলেন, “মাবুদ আপনাকে কি বলেছেন?”

18. বালাম তখন আল্লাহ্‌র দেওয়া এই কালাম বলতে লাগলেন:“বালাক বাদশাহ্‌ উঠুন, শুনুন;হে সিপ্পোরের ছেলে, আমার কথায় কান দিন।

19. আল্লাহ্‌ তো মানুষ নন যে, মিথ্যা বলবেন;মানুষ থেকে তাঁর জন্মও নয় যে, মন বদলাবেন।তিনি যা বলেন করেনও তা,তাঁর ওয়াদা তিনি সর্বদা পূর্ণ করেন।

20. আমি দোয়া করবার জন্য হুকুম পেয়েছি।তিনি ইসরাইল জাতিকে দোয়া করেছেন,আমি তা বদলাতে পারি না।

21. ইয়াকুবের মধ্যে তিনি কোন অন্যায় দেখেন নি,ইসরাইল জাতির ভাগ্যে কোন দুঃখ রাখেন নি।তাদের মাবুদ আল্লাহ্‌ তাদের সংগে আছেন,আর তাদের বাদশাহ্‌র জয়ধ্বনি রয়েছে তাদের মধ্যে।

শুমারী 23