লূক 6:23-28 Kitabul Mukkadas (MBCL)

23. সেই সময় তোমরা খুশী হয়ো ও আনন্দে নেচে উঠো, কারণ বেহেশতে তোমাদের জন্য মহা পুরস্কার আছে। ঐ সব লোকদের পূর্বপুরুষেরা নবীদের উপরও এই রকম করত।

24. “কিন্তু ঘৃণ্য ধনী লোকেরা!তোমরা পরিপূর্ণভাবেই সুখ ভোগ করছ।

25. ঘৃণ্য তৃপ্ত লোকেরা!তোমাদের তো খিদে পাবে।ঘৃণ্য যারা হাসছ!তোমরা দুঃখ করবে ও কাঁদবে।

26. ঘৃণ্য তোমরা, যখন সব লোকেতোমাদের প্রশংসা করে।এই সব লোকদের পূর্বপুরুষেরাভণ্ড নবীদেরও প্রশংসা করত।

27. “তোমরা যারা শুনছ তাদের আমি বলছি, তোমাদের শত্রুদের মহব্বত কোরো। যারা তোমাদের ঘৃণা করে তাদের উপকার কোরো।

28. যারা তোমাদের অবনতি চায় তাদের উন্নতি চেয়ো। যারা তোমাদের সংগে খারাপ ব্যবহার করে তাদের জন্য মুনাজাত কোরো।

লূক 6