16. এর পরে ঈসা নাসরতে গেলেন। এখানেই তিনি বড় হয়েছিলেন। তিনি নিজের নিয়ম মত বিশ্রামবারে মজলিস-খানায় গেলেন, তারপর কিতাব তেলাওয়াত করবার জন্য উঠে দাঁড়ালেন।
17. তাঁর হাতে নবী ইশাইয়ার লেখা কিতাবখানা দেওয়া হল। গুটিয়ে-রাখা কিতাবখানা খুলেই তিনি সেই জায়গাটা পেলেন যেখানে লেখা আছে,
18. “আল্লাহ্ মালিকের রূহ্ আমার উপরে আছেন,কারণ তিনিই আমাকে নিযুক্ত করেছেনযেন আমি গরীবদের কাছে সুসংবাদ তবলিগ করি।তিনি আমাকে বন্দীদের কাছে স্বাধীনতার কথা,অন্ধদের কাছে দেখতে পাবার কথাঘোষণা করতে পাঠিয়েছেন।যাদের উপর জুলুম হচ্ছে,তিনি আমাকে তাদের মুক্ত করতে পাঠিয়েছেন।
19. এছাড়া মাবুদ আমাকে ঘোষণা করতে পাঠিয়েছেন যে,এখন তাঁর রহমত দেখাবার সময় হয়েছে।”
20. তারপর তিনি কিতাবখানা আবার গুটিয়ে কর্মচারীর হাতে দিয়ে বসে পড়লেন। মজলিস-খানার প্রত্যেকটি লোকের চোখ তাঁর উপরে পড়ল।
21. তখন ঈসা লোকদের বললেন, “পাক-কিতাবের এই কথা আজ আপনারা শুনবার সংগে সংগেই তা পূর্ণ হল।”
22. লোকেরা সবাই তাঁর প্রশংসা করল এবং তাঁর মুখে এই সব সুন্দর সুন্দর কথা শুনে আশ্চর্য হল। তারা বলল, “এ কি ইউসুফের ছেলে নয়?”