লূক 19:1-3 Kitabul Mukkadas (MBCL)

1. ঈসা জেরিকো শহরের মধ্য দিয়ে যাচ্ছিলেন।

2. সেখানে সক্কেয় নামে একজন লোক ছিলেন। তিনি ছিলেন প্রধান খাজনা-আদায়কারী এবং একজন ধনী লোক।

3. ঈসা কে, তা তিনি দেখতে চেষ্টা করছিলেন, কিন্তু বেঁটে ছিলেন বলে ভিড়ের জন্য তাঁকে দেখতে পাচ্ছিলেন না।

লূক 19