4. পাক-কিতাবে যা কিছু আগে লেখা হয়েছিল তা আমাদের শিক্ষার জন্যই লেখা হয়েছিল, যাতে আমরা ধৈর্য ও উৎসাহ লাভ করি এবং তার ফলে আশ্বাস পাই।
5. মসীহ্ ঈসার সংগে চলবার পথে ধৈর্য ও উৎসাহদাতা আল্লাহ্ তোমাদের সকলের মন এক করুন।
6. তাহলে তোমরা মনে ও মুখে এক হয়ে আমাদের হযরত ঈসা মসীহের আল্লাহ্ ও পিতার প্রশংসা করতে পারবে।