31. তোমরা মুনাজাত কর, এহুদিয়াতে যারা আল্লাহ্কে অমান্য করে তাদের হাত থেকে যেন আমি রক্ষা পাই, আর জেরুজালেমের আল্লাহ্র বান্দারা যেন আমার এই সাহায্য গ্রহণ করেন।
32. তখন ইন্শা-আল্লাহ্ আমি খুশী মনেই তোমাদের কাছে যেতে পারব এবং তোমাদের সংগে থেকে প্রাণ জুড়াব।
33. শান্তিদাতা আল্লাহ্ তোমাদের সকলের সংগে সংগে থাকুন। আমিন।