মেসাল 8:17-20 Kitabul Mukkadas (MBCL)

17. যারা আমাকে ভালবাসে আমিও তাদের ভালবাসি;যারা মনেপ্রাণে আমার তালাশ করে তারা আমাকে পায়।

18. ধন ও সম্মান আমার কাছ থেকে আসে,আসে স্থায়ী সম্পদ ও উন্নতি।

19. সোনার চেয়েও, এমন কি, খাঁটি সোনার চেয়েওআমার দেওয়া ফল ভাল;আমি যা দিই তা বাছাই করা রূপার চেয়েও খাঁটি।

20. আমি ন্যায়ের পথে হাঁটি,ন্যায়বিচারের পথ ধরে চলি।

মেসাল 8