মেসাল 8:14-18 Kitabul Mukkadas (MBCL)

14. পরামর্শ ও উপস্থিত বুদ্ধি আমার কাছ থেকে আসে;আমি বিচারবুদ্ধি, আমি ক্ষমতা দিই।

15. বাদশাহ্‌রা রাজত্ব করে আমার দ্বারা,আর শাসনকর্তারা তৈরী করে ন্যায়পূর্ণ শরীয়ত;

16. আমার দ্বারা রাজপুরুষেরা আর উঁচু পদের লোকেরাশাসন্তকাজ চালায়;তারা সবাই বিচারকের কাজ করে।

17. যারা আমাকে ভালবাসে আমিও তাদের ভালবাসি;যারা মনেপ্রাণে আমার তালাশ করে তারা আমাকে পায়।

18. ধন ও সম্মান আমার কাছ থেকে আসে,আসে স্থায়ী সম্পদ ও উন্নতি।

মেসাল 8